কাতার বিশ্বকাপ নিয়ে বিতর্ক
মিজান আহমদ চৌধুরী : কাতারে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপ নিয়ে আগেই জমে উঠেছিলো বিতর্ক। এবার এর সাথে যোগ দিয়েছেন ফুটবল অ্যাসোসিয়েশনের সদ্য নিযুক্ত চেয়ারম্যান জর্জ ডিউক। তার মতে কাতারের গ্রীষ্মে তীব্র গরমে ফুটবল বিশ্বকাপ আয়োজন করা মোটেও সম্ভব নয়। ২০১০ সালে দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০২২ বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হওয়ার গৌরব অর্জন করে কাতার।
তবে গ্রীষ্মে কাতারের তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি অতিক্রম করায় বিশ্বকাপের সকল ভেন্যু শীততাপ নিয়ন্ত্রিত করে তৈরি করছে কাতার। তবুও এফএ চেয়ারম্যানের জর্জ ডিউকের মতে গ্রীষ্মের বদলে শীতকালে কাতারের বিশ্বকাপ আয়োজন করা সবার জন্য ভালো হবে। এ বিষয়ে জর্জ আরো জানান ফিফার আসন্ন মিটিংয়ে তিনি ২০২২ বিশ্বকাপের সময় সুচি অথবা ভেন্যু পরিবর্তনের আহবান জানাবেন। জর্জের এমন দাবির বিপরীতে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে কোন সময় বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত।



