অন্তত তিনটি সন্তান নেওয়ার আহ্বান এরদোগানের
তুরস্কে জনসংখ্যা বাড়াতে নারীদেরকে অন্তত তিনটি করে সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান এর আগে তিনি গর্ভপাত বন্ধের জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। নারীবাদীরা তার এসব বক্তব্যের কঠোর সমালোচনা করেছে। বিশ্বের অনেক দেশেই এখন জনসংখ্যা বৃদ্ধির হার ব্যাপকভাবে কমে গেছে। সন্তান নেয়ার ব্যাপারে অনেক নারীই আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ওই সব দেশের জনসংখ্যা না বেড়ে শুধুই কমতে থাকবে বলে আশংকা করা হচ্ছে।
এ ধরনের সমস্যার সম্মুখীন দেশগুলো এখন বেশি বেশি সন্তান নেয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানাচ্ছে। এদের মধ্যে তুরস্ক অন্যতম।



