গ্রেফতারের আগে এমপি রনির বক্তব্য

Roniগ্রেফতারের আগে সরকার দলীয় এমপি গোলাম মওলা রনি বলেছেন, ‘আমার জামিন বাতিল হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমার একটি বিশ্বাস ছিল- যে সব রাষ্ট্রীয় দূর্নীতি এবং ব্যক্তি বিশেষের অন্যায় ও অবিচার সম্পর্কে আমি সরব ছিলাম তার সাথে সরকারের কোনো সংযোগ নেই। নির্বোধের মত এই বিশ্বাসের পিঠে সোওয়ার হয়ে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু আজ সেই বিশ্বাসে চীড় ধরেছে। যেভাবে জামিনটি বাতিল হলো- তা স্বাধীন বাংলাদেশে তো নয়-ই, পাকিস্তান আমলেও ঘটেনি। আমি ধন্যবাদ জানাচ্ছি শাহবাগ থানা কর্তৃপক্ষ এবং ঢাকার মহামান্য সিএমএম সাহেবকে। আমার মাননীয় প্রধানমন্ত্রীকেও আমার অন্তরের অন্তর স্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি- আমাকে জেলে পাঠানোর মাধ্যমে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি মাইল ফলক স্থাপন করার জন্য। আমার শাস্তির বিনিময়ে হলেও শেয়ার বাজার চাঙ্গা হোক, সাগর-রুনির হত্যাকারী ধরা পড়–ক এবং প্রিয় দলটি আবার ক্ষমতায় আসুক, দেশবাসী শান্তিতে থাকুক। আজ মনে হচ্ছে, আমার মত অর্বাচীন যেন কারো সন্তান না হয় কিংবা কোনো স্ত্রী যেন এমন স্বামী না পায়! কোনো সন্তানের যেন এমন পিতা না থাকে! পবিত্র রমজান মাসের রোজা অবস্থায় আমি যে, দূর্ভোগের শিকার হলাম তা যেন কোনো শত্রুর কপালেও না ঘটে। আপনারা সবাই ঈদ করবেন। আমার পরিবারের ঈদ কেমন হবে? সবাই ভাল খাকুন- আল্লাহ হাফেজ…’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button