রেমিটেন্সে শীর্ষে সৌদি আরব
২০১৩-১৪ অর্থবছরের প্রথম চার মাস শেষে দেশভিত্তিক রেমিটেন্সের তালিকায় শীর্ষ স্থানে সৌদি আরব। এ সময়ে সৌদি আরব থেকে আসা রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত। বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিটেন্স তালিকায় এ তথ্য উঠে আসে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের অক্টোবর শেষে দেশভিত্তিক রেমিটেন্স এসেছে মোট ৪৫০ কোটি ৬৪ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সৌদি আরব থেকে আসা রেমিটেন্সের পরিমাণ ৯৪ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার। সৌদির পরেই দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে অক্টোবর শেষে এসেছে ৮৪ কোটি ৯৫ লাখ ডলার। কুয়েত থেকে চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ৩৬ কোটি ১৩ লাখ ডলার।
এছাড়া অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে ৭৪ কোটি ৫৭ লাখ ডলার। একই সময়ে যুক্তরাজ্য থেকে এসেছে ৩৩ কোটি ১৮ লাখ ডলার। মালয়েশিয়া থেকে এসেছে ৩১ কোটি ৫০ লাখ, সিঙ্গাপুর থেকে এসেছে ১২ কোটি ৬৩ লাখ এবং ইতালি থেকে এসেছে ১১ কোটি ১২ লাখ ডলার ।


