পাকিস্তানে বন্দুকযুদ্ধে সেনাসহ নিহত ১৯

Pakistanপাকিস্তানের খাইবার এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে চালানো সেনাবাহিনীর এক বন্দুকযুদ্ধে চার পাকিস্তানি সেনাসহ ১৫ জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। ডন অনলাইন জানিয়েছে, শুক্রবার শুরু হওয়া অভিযানটি শনিবার শেষ হয়।
এদিকে সেনা কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে খাইবার সীমান্তে জঙ্গিদের একটি প্রধান ঘাঁটি এলাকা খারমাতুঙ্গ মুক্ত করা হয়েছে।
খারমাতুঙ্গ কোহট ও খাইবারের ক্ষুদ্র-নৃগোষ্টি অধ্যুষিত এলাকা বারার মধ্যবর্তী একটি এলাকা। এলাকাটি বিদ্রোহী জঙ্গিদের প্রধান ট্রানচজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হতো বলে দাবী করেছে সেনাবাহিনী। আল কয়েদাসহ এখানে সক্রিয় অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর মধ্যে তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি), আনসারুল ইসলাম ও লস্কর ই ইসলাম অন্যতম। পাকিস্তান থেকে আফিগানিস্তান ও আফগানিস্তান থেকে পাকিস্তানে আসা-যাওয়ায় জঙ্গিদের প্রধান পথ হিসেবে খারমাতুঙ্গ ব্যবহৃত হয়ে আসছে।
পাকিস্তান সেনাবাহিনী দাবী করেছে এলাকাটির ওপর সেনা দখল প্রতিষ্ঠার মাধ্যমে পথটি বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button