সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

PMসব দলের অংশগ্রহণে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। রবিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বৈঠক করে এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীও তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান।
নিশা দেশাই বিসওয়াল বলেছেন, তারা আশা করছেন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।
আবুল কালাম আজাদ জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীও তাকে এ বিষয়ে আশ্বস্ত করেন।
প্রধানমন্ত্রী তাকে বলেছেন বিরোধীদলসহ সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশা করছেন। জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এর আগে শনিবার দুপুরে ঢাকা পৌঁছান নিশা দেশাই। ওই দিন সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার বাসভবনে সুশীল সমাজের সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
ওই বৈঠকেও নিশা দেশাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button