বিডিআর বিদ্রোহ মামলায় ১৫২ জনের ফাঁসির আদেশ

BDRপিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় ডিএডি তৌহিদসহ ১৫২ জনের ফাঁসির আদেশ হয়েছে। এ ছাড়া বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। হত্যা মামলার বিচারে গঠিত বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আদালত পিন্টু ও তোরাব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মোট ৮৫০ জন আসামির মধ্যে বেখসুর খালাস পেয়েছেন ২৭২ জন। এ ছাড়া বাকী প্রত্যেককে অবৈধভাবে অস্ত্র লুণ্ঠনের দায়ে আরও ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। নৃশংস এ হত্যাকান্ডের ৪ বছর ৮ মাস পর এ মামলার রায় ঘোষণা করা হলো। মঙ্গলবার বেলা ১২ টা ৩৫ মিনিটে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে স্থাপিত অস্থায়ী আদালতে রায় পাঠ শুরু হয়। এর আগে বেলা সোয়া ১২ টায় আদালতে আসেন বিচারক। তিনি সকলকে ধৈর্ষ ধরে রায় শোনার আহববান জানিয়ে বলেন, আমি আমার বিবেচনা থেকে রায় দিচ্ছি। রায় কারো পে কারো বিপক্ষে যেতে পারে। আমিই চূড়ান্ত আদালত নই। সংুব্ধরা উচ্চ আদালতে আপিল করতে পারবেন। রায় ঘোষনাকালে এজলাসে উপস্থিত ছিলেন আটক ও জামিনপ্রাপ্ত ৮১৩ আসামি। ঢাকার বাইরে থাকা জামিনপ্রাপ্ত অন্য তিন জন ছিলেন অনুপস্থিত। হরতালের কারনে তারা আদালতে হাজির হতে পারেননি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button