বাজারে এলো গুগলের নেক্সাস ৫ স্মার্টফোন

Nexusগুগলের নেক্সাস ৫ অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট এখন বাজারে। এলজি’র তৈরি নতুন মডেলের এ স্মার্টফোনটি নেক্সাস ৪ মডেলের তুলনায় অপেক্ষাকৃত ছোট, পাতলা ও ওজনে হাল্কা। তবে, এর ৪ দশমিক ৯৬ ইঞ্চির টাচস্ক্রিনটি আগের মডেলটির তুলনায় কিছুটা বড়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সনটিতে সংযোজিত বৈশিষ্ট্যগুলোর উপযোগী করে তৈরি করা হয়েছে নেক্সাসের সর্বশেষ বাজারে আসা এ মডেলটি। নেক্সাস ৫ এ ব্যবহৃত সফটওয়্যারটির নাম রাখা হয়েছে কিটক্যাট। অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন থেকে শুরু করে একেবারে সস্তা ও স্বল্প বৈশিষ্ট্যসম্পন্ন স্মার্টফোনগুলোতেও এ সফটওয়্যারটি সাপোর্ট করবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গুগলের সঙ্গে সংযুক্ত হয়ে এলজি’র কপাল খুলেছে বলে মনে করা হলেও, প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যাপল থেকে এখনও বেশ অনেকটা পিছিয়ে আছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button