ব্রিটিশ হ্যাকার অভিযুক্ত

Britishযুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার কম্পিউটার হ্যাকিংয়ে জড়িত সন্দেহে এক ব্রিটিশ নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, ২৮ বছর বয়সী ল্যাউরি লাভের বিরুদ্ধে কম্পিউটার সিস্টেম বিকল করার অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তাকে কম্পিউটার মিসইউজ অ্যাক্ট অনুযায়ী আটক করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সরকার পক্ষের আইনজীবী তার বিরুদ্ধে হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগ করেছে। এ কাজে অন্যান্য হ্যাকারদের সঙ্গে তার যোগাযোগের মেসেজও নথিতে থাকার কথা নিশ্চিত করেছে তদন্ত বিভাগ।
এ ঘটনায় সরকার লাখো ডলার ক্ষতির সম্মুখীন হয় বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবীরা।
আদালত ফেব্রুয়ারি পর্যন্ত তাকে জামিন দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। তাকে প্রতিটি অভিযোগের জন্য দুই লাখ ৫০ হাজার ডলার করে জারিমানা করা হতে পারে।
তার বিরুদ্ধে সরকারি বাজেটসহ সামরিক বাহিনীর অনেক গোপনীয় তথ্য চুরির অভিযোগ এনেছে আদালত। তাতে অন্তত পাঁচ হাজার ব্যক্তির গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
মামলাটি নিয়ে অনুসন্ধান চালিয়েছে যুক্তরাষ্ট্রের এফবিআই ও আর্মি কম্পিউটার ক্রাইম ইউনিট। ল্যাউরির সঙ্গে একজন অস্ট্রেলিয়া থেকে ও অন্যজন সুইডেন থেকে একই অভিযোগে অভিযুক্ত বলে মার্কিন সরকার পক্ষের আইনজীবীরা জানিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button