অবশেষে দুই নেত্রীর ফোনালাপ : গণভবনে নৈশভোজের আমন্ত্রণ

Hasina Kaledaঅবশেষে বহুপ্রতীক্ষিত সেই ফোনালাপ হলো। ফোনে কথা বললেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফোনালাপে প্রধানমন্ত্রী আগামীকাল ২৭ অক্টোবর রোববার গণভবনে খালেদাকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।
সেই সঙ্গে প্রধানমন্ত্রী বেগম জিয়াকে ২৭ অক্টোবর থেকে টানা তিন দিনের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
খালেদা জিয়ার গুলশানের বাসার লাল ফোনটি বিচ্ছিন্ন থাকায় তারা সন্ধ্যা ৬টা ২১ মিনিটে মোবাইল ফোনে কথা বলেছেন। তবে প্রধানমন্ত্রীর ফোনের অপেক্ষায় সন্ধ্যা ৬টা থেকেই সেই লাল ফোনের পাশে অপেক্ষা করেন খালেদা জিয়া। দীর্ঘ দিন ধরেই ফোনটি বিকল রয়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল।
এসময় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলেন, কাকে নিয়ে আসতে চান নিয়ে আসুন। উত্তরে খালেদা জিয়া বলেন, হরতালের মধ্যে কীভাবে আসবো?
এ কথার উত্তরে প্রধানমন্ত্রী বলেন, হরতাল প্রত্যাহার করে আসুন। আলোচনার মাধ্যমে আমরা একটি সমাধানে আসবো।
ফোনালাপের সময় খালেদার পাশে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, শনিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে সমাধানের প্রস্তাব না আসলে রবিবার থেকে ৬০ ঘন্টা হরতাল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button