তুরস্ক গাজা যুদ্ধে হস্তক্ষেপ করবে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান গাজায় ইসরাইলী যুদ্ধে হস্তক্ষেপের হুমকি প্রদানের পর ইসরাইল ও তুরস্কের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান অতীতে অন্য দেশে সামরিক হস্তক্ষেপের বিষয় উল্লেখ করে বলেন, তুরস্ক তা করতে না পারার কোন যুক্তি নেই। এই বক্তব্যের পর তুর্কী ও ইসরাইলী কর্মকর্তাদের পরস্পরকে সমালোচনার তীক্ষ্ণ হুলে বিদ্ধ করতে দেখা যায়। গাজা যুদ্ধ চলাকালে দুটি দেশের মধ্যে করা বাক্য বিনিময় নিয়মিত চলে আসছে। এ অবস্থায় হুমকি ও আক্রমনাত্মক কথা বার্তায় বিরোধের বিস্তৃতি আরো ঘটার শংকা দেখা দিয়েছে।
এরদোগানের উপরোক্ত বক্তব্যের পরপরই ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ্ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট ইসরাইলে হামলার হুমকির মাধ্যমে সাবেক ইরাকী স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পদাংকই অনুসরন করছেন, ত সেখানে কী ঘটেছিলো এবং কীভাবে তার পরিসমাপ্তি ঘটেছিলো তা তাকে স্মরণ করতে দেয়া হোক। তিনি বলেন, তিরকিতের একটি খামারের গর্তে লুকিয়ে থাকা সাদ্দাম হোসেনকে ধরে এনে যুক্তরাষ্ট্রের সৈন্য বাহিনী ফাঁসিতে ঝুলায়।
এর জবাবে তুরস্ক ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আবারো হিটলারের সাথে তুলনা করে। তুর্কী পররাষ্ট্রমন্ত্রী বলেন, গনহত্যাকারী হিটলারের যেভাবে পরিসমাপ্তি ঘটেছে, গনহত্যাকারী নেতানিয়াহুকে সেই পরিনতি বরন করতে হবে। যেভাবে নাৎসীদের জবাবহিদি করতে হয়েছিলো, যারা ফিলিস্তিনীদের ধ্বংস করতে চাইছে, তাদেরও সেভাবে জবাবদিহি হতে হবে। লিবিয়া ও আজারবাইজানের মতো ফিলিস্তিনেও তুরস্ক সহায়তা দেবে।
তুর্কী পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, এরদোগান মাবনতার বিবেকের কন্ঠস্বর হয়ে ওঠেছেন। তুরস্কের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান অতীতে অন্য দেশে সামরিক হস্তক্ষেপের বিষয় উল্লেখ করে বলেন, তুরস্ক তা করতে না পারার কোন যুক্তি নেই। এই বক্তব্যের পর তুর্কী ও ইসরাইলী কর্মকর্তাদের পরস্পরকে সমালোচনার তীক্ষ হুলে বিদ্ধ করতে দেখা যায়। গাজা যুদ্ধ চলাকালে দুটি দেশের মধ্যে করা বাক্য বিনিময় নিয়মিত চলে আসছে। এ অবস্থায় হুমকি ও আক্রমনাত্মক কথা বার্তায় বিরোধের বিস্তৃতি আরো ঘটার শংকা দেখা দিয়েছে।
এরদোগানের উপরোক্ত বক্তব্যের পরপরই ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট ইসরাইলে হামলার হুমকির মাধ্যমে সাবেক ইরাকী স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পদাংকই অনুসরন করছেন, তাকে সেখানে কী ঘটেছিলো এবং কীবাবে তার পরিসমাপ্তি ঘটেছিলো তা স্মরন করতে দেয়া হোক। তিনি বলেন তিরকিতের একটি খামারের গর্তে লুকিয়ে থাকা সাদ্দাম হোসেনকে ধরে এনে যুক্তরাষ্ট্রের সৈন্য বাহিনী ফাঁসিতে ঝুলায়।
এর জবাবে তুরস্ক ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আবারো হিটলারের সাথে তুলনা করে। তুর্কী পররাষ্ট্রমন্ত্রী বলেন, গনহত্যাকারী হিটলারের যেভাবে পরিসমাপ্তি ঘটেছে, গনহত্যাকারী নেতানিয়াহুকে সেই পরিনতি বরন করতে হবে। যেভাবে নাৎসীদের জবাবদিহি করতে হয়েছিলো, যারা ফিলিস্তিনীদের ধ্বংস করতে চাইছে, তাদেরও সেভাবে জবাবদিহি হতে হবে। লিবিয়া ও আজারবাইজানের মতো ফিলিস্তিনেও তুরস্ক সহায়তা দেবে।
তুর্কী পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, এরদোগান মাবনতার বিবেকের কন্ঠস্বর হয়ে ওঠেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button