ডেভিড ক্যামেরনকে ‘প্রায় অসভ্য’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ‘প্রায় অসভ্য’ বলে অভিহিত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ। ফকল্যান্ড দ্বীপমালা নিয়ে দ্বন্দ্বের জের হিসেবে ব্রিটিশ দেশপ্রধান সম্পর্কে এমন মন্তব্য করলেন ফার্নান্দেজ। এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, বিতর্কিত দ্বীপমালা নিয়ে বুধবার আর্জেন্টিনার এক সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপ হয়েছে ক্যামেরনের।
সেই আলাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর করা এক মন্তব্যকে ইঙ্গিত করে তাকে বাক্যবাণে বিঁধলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত লাতিন আমেরিকার দেশগুলোর নেতাদের এক বৈঠক বুধবার অনুষ্ঠিত হয় ব্রাসেলসে।
ওই বৈঠকে উপস্থিতি ছিলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী হেক্টর টিমারম্যান। নৈশভোজের সময় ক্যামেরনের সঙ্গে তার আলাপ হয়।
১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল যুক্তরাজ্য ও আর্জেন্টিনা। সে যুদ্ধে জয়ী হয় ব্রিটিশরা। কিন্তু নৈশভোজে দ্বীপমালার বিতর্কিত বিষয়গুলো আলোচনায় তুললে ‘অভদ্র’ আচরণ ব্রিটিশ প্রধানমন্ত্রী, দাবি আর্জেন্টিনার।



