কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার

Kaledaবিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল ঢাকায় নিয্ক্তু বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ ইফতার মাহফিলে মুসলিম দেশগুলোসহ বিভিন্ন প্রভাবশালী দেশের কূটনীতিকেরা অংশ নেন। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি, ফিলিস্তিনের শাহের মুহাম্মদ, মার্কিন যুক্তরাষ্ট্রের ড্যান ডব্লিউ মজিনা, যুক্তরাজ্যের রবার্ট গিবসন, জাপানের শিরো সাদোশিমা, ফ্রান্সের মিশেল তিনকুইয়ে, চীনের লি জুন, পাকিস্তানের আফরাসিয়াব হাশমি মেহদি কোরেশি ও ইউরোপীয় ইউনিয়নের উইলিয়াম হানা প্রমুখ। এ সময় বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব:) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, সারোয়ারী রহমান, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, আবদুল আউয়াল মিন্টু, মীর মো: নাসির উদ্দিন প্রমুখ। ইফতার মাহফিলে বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মানিরুজ্জান মিয়া, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ড. জাফরুল্লাহ চৌধুরী, আইনজীবী তুহিন মালিক প্রমুখ। ইফতারের আগে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button