বন্ধ হলো ফ্রান্সের সবচেয়ে পুরনো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র

Franceফ্রান্সের সবচেয়ে পুরনো পরমাণু বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্য সমস্যাটি কোনো হুমকি হয়ে দেখা দেয় নি বলে দাবি করা হয়েছে।
ফরাসি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থা ইডিএফ এক বিবৃতিতে বলেছে, মেশিন কক্ষের একটি পাইপে গোলযোগ দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে ফেসেইনহেইম কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। জার্মানি এবং সুইস সীমান্তের কাছে অবস্থিত এ বিদ্যুৎ কেন্দ্রে কোনো পরমাণু উপাদান নেই বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। উৎপাদনের সঙ্গে জড়িত ইউনিটে এ গোলযোগ দেখা দিয়েছে এবং এ জাতীয় গোলযোগ গত এপ্রিলের ৯ তারিখেও দেখা দিয়েছিল। সে সময় পানি সরবরাহকারী একটি পাইপে ছিদ্র পাওয়া গিয়েছিল।
১৯৭৭ সালে চালু হওয়া এ কেন্দ্রে দু’টি ৯০০ মেগাওয়াটের পরমাণু চুল্লি রয়েছে। ফ্রান্সের গ্রিন পার্টি বহুদিন ধরে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধের দাবি জানিয়ে আসছে। পূর্ব ফ্রান্সের ভূমিকম্প উপদ্রুত এলাকায় এ কেন্দ্রটি অবস্থিত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button