ব্রিটেনজুড়ে সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৫৭

NCAব্রিটেনজুড়ে পরিচালিত হচ্ছে সাইবার অপরাধ বিরোধী অভিযান। এ সপ্তাহে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২রা মার্চ থেকে ৬ই মার্চ পর্যন্ত পরিচালিত ২৫টি পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এ তথ্য দিয়েছে। সাইবার অপরাধসমূহের মধ্যে রয়েছে, অবৈধভাবে বহুজাতিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাসমূহের নেটওয়ার্কে অনুপ্রবেশ করা ও গুরুত্বপূর্ণ ডেটা বা তথ্য চুরি, ইন্টারনেটের মাধ্যমে প্রতারণা বা জালিয়াতি, ক্ষতিকর সফটওয়্যার ও ভাইরাস তৈরি ইত্যাদি। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে। এনসিএ’র মতে, সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের অধিকাংশই বয়সে তরুণ। ২১ বছর বয়সী এক তরুণকে সাইবার অপরাধে গ্রেপ্তার করা হয়। হ্যাকিং সংগঠন ডি৩৩ডিএস কোম্পানি ইয়াহু থেকে ৪ লক্ষাধিক ইমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড চুরির পর ২০১২ সালে তা অনলাইনে প্রকাশ করেছিল। নেটওয়ার্কে সাইবার হামলা পরিচালনার সন্দেহে তাকে আটক করা হয়। এই হ্যাকিং সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন নেটওয়ার্কে অনুপ্রবেশ ও তথ্য চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই তরুণ হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৪ঠা মার্চ ২৩ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের জুন মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেটওয়ার্কে প্রবেশ করে সাইবার হামলা চালানোর সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। অক্সফোর্ডের কিডলিংটন থেকে ৩৪, ৩৬,৩৮, ৩৯ ও ৪০ বছর বয়সী ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কম্পিউটারের অপব্যবহার ও নেটওয়ার্কে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। একইভাবে নানা ধরনের সাইবার অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button