করোনা সত্তেও ইস্তাম্বুলের সুলাইমানিয়া মসজিদে বছরে ২০ লাখ পর্যটক

তুরস্কের ইস্তাম্বুল শহরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ জামে সুলাইমানিয়া। করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও গত বছর অন্তত ২০ লাখ পর্যটক ঐতিহাসিক এ স্থাপনাটি পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইস্তাম্বুলের উত্তর-পূর্ব এলাকা এদির্নে ইউনেস্কো তালিকাভুক্ত এ মসজিদটির অবস্থান। এদির্নের মুফতি শায়খ আলাউদ্দিন বোজকুর্ত বলেন, মসজিদটি দেশী-বিদেশী পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কায় স্বাস্থ্যবিধি মেনে মুসল্লি ও পরিদর্শনকারীদের জন্য তার দরজা উন্মুক্ত ছিল। এরকম সঙ্কটকালেও গত বছর ২০২১ সালে অন্তত ২০ লাখ পর্যটক এখানে এসেছেন। গ্রীক সীমান্তবর্তী জামে সুলাইমানিয়া বিখ্যাত ওসমানিয়া স্থপতি সিনান পাশার এক অনন্য উপহার। তিনি ৮০ বছর বয়সে ১৫৬৯ থেকে ১৫৭৫ সালে মসজিদটির নির্মাণ তত্ত¡াবধান করেন। স্থাপত্যশিল্প ও প্রকৌশল বিদ্যায় তার যত অভিজ্ঞতা ছিল সব এখানে ব্যবহার করেছিলেন। এ কারণেই সৌন্দর্যে মসজিদটি সে সময়ের সবচেয়ে আলোচিত ও নান্দনিক স্থাপনার খেতাব অর্জন করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button