ইইউ দেশসমূহে তুরস্কের পণ্য রপ্তানি দ্বিগুণ বৃদ্ধি

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে তুরস্কের পণ্য রপ্তানি গত এপ্রিল মাসে দ্বিগুণ বৃদ্ধি পায়। করোনা মহামারীর ক্ষতিকর প্রভাব কাটিয়ে এই পণ্য রপ্তানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তুরস্কের সামগ্রিক রপ্তানির পরিমাণ বার্ষিক ১২৮.৪ শতাংশ বেড়ে ৭.১৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। গত বৃহস্পতিবার টার্কিশ এক্সপোর্টার্সেজ এসেমব্লি এ তথ্য জানিয়েছে।
গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তুরস্কের পণ্য রপ্তানি ৩৩.১ শতাংশ বেড়ে ৬৮.৭৫ বিলিয়ন ডলারে দাঁড়ায়। এর আগের বছরের একই সময়ে এটা ছিলো ৫১.৬৪ বিলিয়ন ডলার। শুধুমাত্র এপ্রিল মাসেই বিক্রয় ১০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮.৮ বিলিয়ন ডলারে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে ৪ মাসে রপ্তানি বার্ষিক হিসেবে ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৮৬ বিলিয়ন ডলারে।ব্লকের দেশগুলো তুরস্কের গাড়ি রপ্তানির সর্ববৃহৎ মার্কেট হয়ে আছে দীর্ঘদিন যাবৎ।
শুধুমাত্র গত এপ্রিল মাসে তুরস্কের গাড়ি প্রস্তুতকারক ইন্ডাস্ট্রিগুলো ইইউ দেশগুলোতে ১.৬৭ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে। এক্ষেত্রে তৈরি পোশাক খাত দ্বিতীয় অবস্থানে রয়েছে। এটা রপ্তানি করেছে ৯৪৭.৭ ডলারের পণ্য। তৃতীয় স্থানে রয়েছে কেমিক্যাল খাত। এই খাত রপ্তানি করেছে ৮৮১.৬ মিলিয়ন ডলারের পণ্য ।আর লৌহ বা লৌহ নয় এমন ধাতব পদার্থ খাত রপ্তানি করেছে ৫৩৬.৬ মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী। তুরস্ক ইইউ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করেছে জার্মানিতে। এপ্রিলে সেটা ছিলো বার্ষিক ভিত্তিতে ৯০.৮ শতাংশ বেড়ে ১.৫২ বিলিয়ন ডলার।
২০২১ সালের প্রথম ৪ মাসে জার্মানিতে মোট ৫.৭৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে তুরস্ক। এটা তুরস্কের মোট রপ্তানির ৯.২২ শতাংশ। অন্যান্য দেশের মধ্যে ইতালিতে রপ্তানি ১১৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮২৩.৯৬ মিলিয়ন ডলার। স্পেনে ১৫৭ শতাংশ বেড়ে ৭৪৫.৫ মিলিয়ন ডলার,ফ্রান্সে বার্ষিক ভিত্তিক ২২৪ শতাংশ বেড়ে ৭৩৭.৩৪ মিলিয়ন এবং নেদারল্যান্ডে ১১৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৬২.৭৬ মিলিয়ন ডলার।
ফরেন ইকোনোমিক্স রিলেশন্স বোর্ড টার্কি-ইউরোপ বিজনেস কাউন্সিলস কোঅর্ডিনেটর সভাপতি বদুর ওকিয়েই বলেন, তুরস্ক ও ইউরোপে মহামারি হ্রাস পাওয়ায় আগামী দিনগুলোতে রপ্তানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button