ড. ইউনূসের উদ্যোগে যুক্তরাষ্ট্রে ‘বেকার কলেজ’

Muhammad Yunusশান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বেকারদের জন্য একটি কলেজ খোলা হয়েছে।
মূলত ওই দেশের বেকারদের সামাজিক ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা কলেজটিতে।  শনিবার কলেজ কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজটি মূলত সামাজিক ব্যবসার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে সারাবিশ্বের সামাজিক ব্যবসা নিয়ে বিভিন্ন গবেষণা, সমস্যা চিহ্নিতকরণ এবং সেই সমস্যার নিরবিচ্ছিন্ন সমাধানে কাজ করবে।
উল্লেখ্য, ক্ষুদ্রঋণে স্বাবলম্বী হওয়ার প্রবর্তক অধ্যাপক ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এরপর থেকে ক্ষুদ্রঋণের ধারণাটি সারাবিশ্বে ছড়িয়ে দেয়ার কাজ শুরু করেন ড. ইউনূস।  তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বেকার কলেজের যাত্রা শুরু হলো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button