এক রকেটে ১৪৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ

এলন মাস্কের স্পেসএক্সের রেকর্ড

মহাকাশে সফলভাবে ১৪৩টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের এলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স। একটি মাত্র উৎক্ষেপকের সাহায্যে এই নজির গড়ে প্রতিষ্ঠানটি। ট্রান্সপোর্টার-১ নামে ওই উৎক্ষেপকের সাহায্যে মহাকাশে রেকর্ডসংখ্যক স্যাটেলাইট পাঠানো হয়। এর মধ্য দিয়ে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে ভারতের একটি রেকর্ডও ভেঙেছে স্পেসএক্স। ২০১৭ সালের ফেব্রুয়ারি মহাকাশে ১০৪টি স্যাটেলাইট পাঠিয়েছিল ভারত।
রোববার মহাকাশে যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপ করে স্পেসএক্স, সেগুলোর মধ্যে সরকারি ও বাণিজ্যিক স্যাটেলাইটও রয়েছে। এর আগে খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর ফ্লোরিডায় স্পেসেক্সের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ট্রান্সপোর্টার-১ ছোট ওই স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button