হোম অফিসে আশ্রয়প্রার্থীদের জট রেকর্ড বৃদ্ধি

ব্রিটিশ হোম অফিসের এক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যে মামলার সিদ্ধান্তের জন্য অপেক্ষমান আশ্রয় প্রার্থীদের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এক্ষেত্রে প্রায় ১৬৬০০০ লোকের জট সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত হোম অফিসের উপাত্তে বলা হয়েছে, প্রায় ১ লাখ ১০ হাজার আশ্রয়প্রার্থী ৬ মাস বা এর অধিক সময় ধরে অপেক্ষা করছেন। নতুন পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাজ্যে ৭৫ হাজার ব্যক্তি এসাইলাম অর্থ্যাৎ আশ্রয় দাবি করেন, যা গত ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
গত বুধবার হোম অফিস কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ ছাড়াই সিস্টেমকে চালু রাখার পরিকল্পনার কথা ঘোষনা করেন। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে এসাইলাম ব্যাকলগ অর্থ্যাৎ আশ্রয় দাবির স্থবিরতা বা জট হ্রাস, প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ বছরের শেষ নাগাদ যা সম্পূর্ণ দূর করতে চাইছেন। মুখোমুখী ইন্টারভিউয়ের পরিবর্তে আফগানিস্তানের, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের প্রায় ১২ হাজার আশ্রয়প্রার্থীকে ১০ পৃষ্ঠার একটি প্রশ্নমালা পূরন করতে হবে।
হোম অফিস জানিয়েছে, এসব দেশের আবেদনকারীদের ইতোমধ্যে ৯০ শতাংশের আশ্রয় দাবি গৃহীত হয়েছে। নতুন পরিসংখ্যানে আরো দেখা গেছে, সামগ্রিকভাবে ২০২২ সালে আশ্রয় দাবিগুলোর ৭৫ শতাংশই আশ্রয় মঞ্জুরের পক্ষে সিদ্ধান্ত হয়। এটা গত তিন দশকের চেয়েও বেশী সময়ের মধ্যে সর্বোচ্চ। তবে ২০২২ সালে সিদ্ধান্ত হওয়া দাবির প্রকৃত সংখ্যা মহামারিপূর্ব সময়ের চেয়ে ১০ শতাংশের কম। এতে ১ লাখ ৬০ হাজার এসাইলাম প্রার্থীর বিশাল জটের মধ্যে আপীলের ফলাফলের জন্য অপেক্ষমান একই সঙ্গে প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষমান লোকজনও অন্তর্ভূক্ত রয়েছেন। গত বছর যেসব আবেদন প্রত্যাখ্যাত হয়েছে সেগুলোর মধ্যে ৩ হাজার ৫৩১ জনকে ফেরত পাঠায় হোমঅফিস। ঐ বছরের সেপ্টেম্বরের শেষ দিকে তাদের ফেরত পাঠানো হয়। তা এর আগের বছরের চেয়ে বেশী। তবে এসব পরিসংখ্যান ২০১২ সালের তুলনায় অনেক কম, যখন ১৫ হাজার লোককে বলপূর্বক ফেরত পাঠানো হয় এবং ২০০৪ সালে ২১ হাজারেরও বেশী লোককে একইভাবে ফেরত পাঠনো হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button