ফল বিপর্যয়ের জন্য দায়ী বিএনপি-জামায়াত : প্রধানমন্ত্রী

PMএইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের ৮ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফল বিপর্যয়ের জন্য বিএনপি-জামায়াতের নেতিবাচক রাজনৈতিক কর্মসূচি দায়ী।
তিনি বলেন, ফল বিপর্যয়ের জন্য দায় পরীক্ষার্থীদের নয়, এই দায় বিএনপি-জামায়াতের। তিনি বলেন, ছাত্রছাত্রীদের ক্ষতি করে তারা কী পেল?
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ। যা গত বছর ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ৬১ হাজার ১৬২। এবার তা কমে দাঁড়িয়েছে ৫৮ হাজার ১৯৭।
গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর বিরোধী দলের হরতালের কারণে পরীক্ষাসূচিতে বেশ কয়েকবার পরিবর্তন আনতে হয়। পেছাতে হয় ৪১টি বিষয়ের পরীক্ষা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button