দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ মন্দায় বৈশ্বিক অর্থনীতি

কোভিড-১৯ বা করোনা ভাইরাসের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯ সাল) পর বৈশ্বিক অর্থনীতি ভয়াবহ মন্দায় পড়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক অর্থনীতি এখন সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দায় পড়েছে। সব অঞ্চলে মাথাপিছু আয় কমার পাশাপাশি বাড়ছে বেকারত্ব।
চলতি ২০২০ সালে বিশ্বের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ শতাংশ সংকুচিত হবে। তবে পরের বছর অর্থাৎ ২০২১ সালেই বৈশ্বিক জিডিপি ঘুরে দাঁড়াবে। তখন জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৫ দশমিক ৯ শতাংশ।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুসারে, বৈশ্বিক অর্থনীতি এই বছর ৫ দশমিক ২ শতাংশ কম হবে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ মন্দা। ১৮৪০ সাল থেকে মাথাপিছু আয়ের ক্ষেত্রে সবসময় ইতিবাচক ধারা থাকলেও এবার তা নেতিবাচক অবস্থায়।
অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ,বাণিজ্য এবং অর্থনীতির সবখাত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ২০২০ সালে অর্থনৈতিক কাজ ৭ শতাংশ কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতি (ইএমডিই) এই বছর ২ দশমিক ৫ শতাংশ কমবে। যা গত ৬০ বছরে হয়নি। এছাড়া মাথাপিছু আয় ৩ দশমিক ৬ শতাংশ কম হবে, যা এই বছর লাখ লাখ মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেবে, বলছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সায়লা পাজারবাসিয়োগলু বলেন, কোভিড গভীরভাবে বিশ্বকে সংকটে ফেলে দিয়েছে। বিশ্বব্যাপী বড় ধরনের ঝুঁকি রয়েছে। আমাদের ব্যবসার প্রথম আদেশ হলো বিশ্ব স্বাস্থ্য ও অর্থনীতি জরুরিভাবে সমাধান করা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button