ব্যাংক অব ইংল্যান্ডের জরিপে নতুন সংকেত
ব্রিটেনে কর্মসংস্থানে বড় ধস, ২০২১ সালের পর সর্বনিম্ন স্তরে
ব্রিটেনে কর্মসংস্থানে চার বছরের মধ্যে সবচেয়ে বড় ধস নেমেছে। ব্যাংক অব ইংল্যান্ডের সর্বশেষ জরিপে বলা হয়েছে, আগস্ট পর্যন্ত তিন মাসে কর্মসংস্থান ০.৫ শতাংশ হ্রাস পেয়েছে, যা ২০২১ সালের পর থেকে সবচেয়ে বড় পতন।
অর্থনীতিবিদরা বলছেন, এই ধসের পেছনে প্রধান কারণ হলো ব্যবসায়িক খরচের চাপ এবং কর বৃদ্ধির বোঝা। বিশেষ করে ন্যাশনাল ইন্সুরেন্স অবদান বৃদ্ধির পর থেকে অনেক প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমাতে বাধ্য হয়েছে।
জরিপে আরও বলা হয়েছে, আগামী এক বছরে ব্যবসায়ীরা গড়ে ৩.৭ শতাংশ দামের বৃদ্ধি করতে পারে। তবে আগস্ট মাসে এই হার কিছুটা কমে ৩.৫ শতাংশ হয়েছে। মজুরি বৃদ্ধির পরিকল্পনাও ধীর হয়েছে—আগামী ১২ মাসের জন্য মজুরি বৃদ্ধির প্রত্যাশা ৩.৬ শতাংশ, যা গত বছরের ৪.৬ শতাংশ থেকে অনেক কম। এটি ২০২২ সালের মে মাসের পর থেকে সবচেয়ে কম হার।
বিশ্লেষক রোব উড মন্তব্য করেছেন, “কর্মসংস্থানের পতন উদ্বেগজনক হলেও মজুরি ও দামের চাপ কমছে না। এটি প্রমাণ করে যে অর্থনীতির ভেতরে কাঠামোগত সমস্যা ও সরবরাহ ঘাটতি এখনও বিদ্যমান।” তিনি মনে করেন, এই পরিস্থিতিতে ব্যাংক অব ইংল্যান্ড এ বছর আর সুদের হার কমাবে না।
এই তথ্য ব্রিটিশ অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কর্মসংস্থান হ্রাসের সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি যদি অব্যাহত থাকে, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়তে পারে। একইসঙ্গে ব্যবসার জন্য বিনিয়োগ ও সম্প্রসারণের পরিকল্পনাও ধীর হতে পারে।



