সভাপতিত্ব করেন সৌদি আরবের বাদশাহ সালমান

অর্থনীতি বাঁচাতে ৫ ট্রিলিয়ন ডলার দেবে জি২০

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৫ লাখ ছাড়িয়েছে। করোনার কারণে জনস্বাস্থ্যের পাশাপাশি বিশ্ব অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থবির হয়ে পড়েছে উত্পাদন ও সরবরাহ ব্যবস্থা। সংকুচিত হয়েছে কর্মসংস্থান, কমেছে আয়। এমন সংকট মোকাবেলায় বিশ্ব অর্থনীতিতে ৫ লাখ কোটি ডলারের বেশি অর্থসহায়তার ঘোষণা দিয়েছেন জি২০ নেতারা। বৃহস্পতিবার বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোকে নিয়ে গঠিত ফোরামটির জরুরি এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।
নতুন করোনাভাইরাসটি অতিমাত্রায় সংক্রামক হওয়ায় অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বৈঠক শেষে এক বিবৃতিতে ফোরামটির পক্ষ থেকে জানানো হয়, ‘বৈশ্বিক মহামারীটি প্রতিরোধে যা কিছু করণীয়, জি২০ তা করবে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে করোনা প্রতিহত করা হবে বলে ফোরামটি জানায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button