বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশ!

কানাডা থেকে শস্য আমদানিতে বিলিয়ন ডলারের ক্লাবে যোগ দিল বাংলাদেশ। কানাডার বাণিজ্য পরিসংখ্যান বলছে, দেশে গত বছর উত্তর আমেরিকার দেশটি থেকে খাদ্যশস্য, তেলবীজ ও ডাল আমদানি হয়েছে শতকোটি ডলারের বেশি মূল্যের। স্ট্যাটিস্টিকস কানাডার তথ্যমতে, প্রতি বছর দেশটি থেকে শতকোটি ডলার মূল্যমানের খাদ্যশস্য আমদানি করে থাকে মোটে তিনটি দেশ—চীন, জাপান ও যুক্তরাষ্ট্র। ১০৮ কোটি ডলার মূল্যের শস্য আমদানির মাধ্যমে এ তিন দেশের কাতারে উঠে এসেছে বাংলাদেশ।

পরিসংখ্যান বলছে, ২০১৮ সালেও বাংলাদেশ কানাডা থেকে শস্য আমদানি করেছিল ৪৩ কোটি ৮০ লাখ ডলারের। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে বাংলাদেশের শস্য আমদানি বেড়েছে প্রায় ১৪৬ দশমিক ৫৭ শতাংশ। বাংলাদেশে নিজ দেশের শস্যের বাজারের এ ব্যাপক ও আকস্মিক সম্প্রসারণে বেশ উচ্ছ্বসিত কানাডার রফতানিকারকরা। দেশটির ওয়েস্টার্ন গ্রেইন এলিভেটর অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ওয়েইড সোবকোভিচ সেখানকার গণমাধ্যমকে বলেন, এ পরিসংখ্যান অনেক ভালো একটি খবর। কারণ এর মানে হলো আমরা আমাদের পণ্যের নতুন বাজার খুঁজে নিতে সক্ষম। এবং এখন সেটাই ঘটছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button