সংযুক্ত আরব আমিরাত ৪৪ মিলিয়ন দিরহাম ব্যয়ে মিশরে হার্ট সেন্টার স্থাপন করছে

সংযুক্ত আরব আমিরাত মিশরের ‘মাগদী ইয়াকুব গ্লোবাল হার্ট সেন্টার’ নির্মানের জন্য ৮৮ মিলিয়ন দিরহামের একটি বিশাল তহবিল গঠন করেছে। গত বৃহস্পতিবার ‘আরব হোপ মেকার্স অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠানে এ তহবিল সংগ্রহ করা হয়। হার্ট সেন্টার নির্মাণের জন্য সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায়ীরা ও সরকারী সংস্থাসমূহ ৪ কোটি ৪২লাখ ৩৫ হাজার দিরহাম প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। বাকী অর্থ দেবেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। নির্মান কাজ সম্পন্ন হলে এই হার্ট সেন্টারে প্রতি বছর ১২ হাজার হার্ট সার্জারী হবে, যাদের মধ্যে থাকবে ৭০ ভাগ শিশু। এর ক্লিনিক বছরে ৮০ হাজারেরও বেশী রোগী গ্রহণ করবে এবং ১ হাজারেরও বেশী হৃদরোগ চিকিৎসক ও শল্যবিদকে প্রশিক্ষণ দেবে মাগদী ইয়াকুব গেøাবাল হার্ট ফাউন্ডেশনের মাধ্যমে।

উল্লেখ্য, মিশরীয় বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক মাগদী ইয়াকুব বিশ্বের অন্যতম সেরা হৃদরোগ সার্জন, যিনি এপর্যন্ত ৪০ হাজারেরও বেশী হার্ট সার্জারী এবং ২ হাজারেরও বেশী হৃদপিন্ড প্রতিস্থাপন করেছেন। তার নামে প্রতিষ্ঠিত হচ্ছে এই হার্ট সেন্টার। মিশরে প্রতিষ্ঠিতব্য এই হার্ট সেন্টারটি গোটা আরব বিশ্বের হৃদরোগীদের বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা সেবা প্রদান করবে। এতে থাকবে অত্যাধুনিক শল্য চিকিৎসা সরঞ্জামসহ বিশ্বমানের চিকিৎসা সুবিধা। থাকবেন যোগ্য ও দক্ষ চিকিৎসক দল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button