জাতিসংঘের ২০২০ সালের বাজেট ৩ বিলিয়ন ডলার

জাতিসংঘে গত ৪৬ বছর পর এক বছরের বাজেট (২০২০) পাশ হলো। এর আগে একত্রে দু’বছরের জন্য বাজেট প্রণীত হত। গত ২৭ ডিসেম্বর শুক্রবার পাশ হওয়া বার্ষিক এ বাজেটে বরাদ্দ রয়েছে ৩,০৭,৩৮,৩০,৫০০ ডলার (৩ বিলিয়ন ডলারের সামান্য বেশী)। গত বছরের চেয়ে তা ৮ মিলিয়ন ডলার বেশি বলে সাধারণ অধিবেশনের পঞ্চম কমিটি (প্রশাসন ও বাজেট) সূত্রে জানা গেছে।
জাতিসংঘ চলতি সাধারণ অধিবেশনের সভাপতি তাইজানি মুহাম্মদ-ব্যান্দে পঞ্চম কমিটিকে ধন্যবাদ জানিয়ে এ প্রসঙ্গে বলেছেন, জাতিসংঘের যাবতীয় কার্যক্রম যে সুষ্ঠুভাবে চলছে এটি তারই প্রমাণ। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ২০২০ সালের প্রস্তাবিত এ বাজেট জাতিসংঘের চলমান সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার পাশাপাশি জনকল্যাণমূলক পরিকল্পনাসমূহ বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসডিজি বাস্তবায়িত করার দশকে পদার্পণে ইতিবাচক ভূমিকা রাখবে এই বাজেট।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button