জেএমজি এয়ার কার্গোর ইফতার সম্পন্ন

JMGজেএমজি এয়ার কার্গোকে ব্যবসার ক্ষেত্রে বিলেতে বাংলাদেশী কমিউনিটির অহংকারের বিষয় উল্লেখ করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র  লুৎফুর রহমান বলেছেন সততা,আন্তরিকতা  ও কমিটমেন্টের মাধ্যমে জেএমজি এয়ার কার্গো আমাদের কমিউনিটির জন্য সুনামের বিষয়। আমি মনে করি জেএমজির এই সফলতার জন্য তাদের সততা ও আন্তরিকতাই মূল উৎস। মেয়র রহমান বলেন, দীর্ঘ প্রায় এক যুগ থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে জেএমজি এয়ার কার্গো ব্যবসা করলেও  এই প্রতিষ্ঠানটি এখন গোটা ব্রিটেন ছাড়িয়ে ইউরোপে ব্যবসা সম্প্রসারণ করার পাশাপাশি কার্গো ব্যবসাকে জনপ্রিয় করেছে। আমি জেএমজির সার্বিক সফলতা কামনা করি।
মেয়র লৎফুর রহমান গত ১৫ জুলাই পূর্ব লন্ডনের অভিজাত একটি রেষ্টুরেন্টে জেএমজি এয়ার কার্গোর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেএমজি এয়ার কার্গোর স্বত্ত্বাধিকারী মনির আহমেদের সভাপতিত্বে ও আলী ছাদেক শিপুর পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশস্থ হাইকমিশনের কর্মাশিয়াল কাউন্সিলার মিসেস শরিফা খানম। বিবিসিসি-র  সাবেক চেয়ারম্যান কমিউনিটি নেতা শাহগির বখত ফারুক, কাউন্সিলার আমিনুর রহমান, বিশিষ্ট আইনজীবি আনিস রহমান ওবিই,বিবিসিসি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল বশির আহমেদ, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সেক্রেটারী এম এ মুনিম, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ারুজ্জামান, তৈমুছ আলী, বিমান বাংলাদেশ এয়ার লাইনেন্সের ম্যানেজার মুহিউদ্দিন, বিবিসসি-র পরিচালক রফিক হায়দার, আলী জাকারিয়া, লন্ডন রিজিওনের ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, সেক্রেটারী সরকুম মুহাম্মদ খালেদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাষ্টের সেক্রেটারী নজরুল ইসলাম নজু, প্রবাসী বালাগঞ্জ- ওনমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাসুদ আহমদ, এটিএন বাংলা ইউকের সিওই হাফিজ আলম বক্স, ডিরেক্টর সুফি মিয়া, এনটিভি ইউরোপের ডিরেক্টর মোস্তফা সারোয়ার বাবু, চ্যানেল এস এর হেড অব সেলস নাজিম আহমেদ, শিক্ষাবিদ শাহ ফারুক আহমদ, নিউহাম ওয়েলফেয়ার  ট্রাষ্টের চেয়ারম্যান লাকি মিয়া, বিশিষ্ট সাংবাদিক মিসবাহ জামাল. সাপ্তহিক বাংলা মিরর প্রধান সম্পাদক আব্দুল করিম গণি, সাহাদাত করিম, রাজনীতিবিদ আব্দুর রহমান শামীম, সোনার বাংলা ট্রাভেলস এর কর্ণধার  লুৎফুর রহমান ছায়াদ, হিলসাইড ট্রাভেলস এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী হেলাল খান, মাহবুব এন্ড একাউন্টেন্ট-এর চেয়ারম্যান  মাহবুব আহমেদ, তাজ একাউন্টেন্ট-এর চেয়ারম্যান  আবুল হায়াত নুরুজ্জামান, নাজিরবাজার এডুকেশন ট্রাষ্টের অর্গেনাইজিং সেক্রেটারী আব্দুল কাদির, বিবিআর ইনভেস্টমেন্ট ফোরামের ফাইনেন্স ডিরেক্টর ব্যারিষ্টার জহির আহমেদ, মিলফা ট্র্যাভেলসের স্বত্ত্বাধিকারী  মুহিব আহমেদ,  ইউকে বিডি নিউজ এর স্বত্ত্বাধিকারী সোয়েব কবির, জেএমজি-র ম্যানেজার শেখ মুহাম্মদ দুলাল, ম্যানেজার  (একাউন্টস) সুরমান আহমদসহ কমিউনিটির বিশিষ্ট জনেরা। বাংলাদেশ হাইকমিশনের কর্মাশিয়াল কাউন্সিলার মিসেস শরিফা খানম বলেন, জেএমজি এয়ার কার্গো ব্রিটেনের কার্গো ব্যবসা ক্ষেত্রে সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জেএমজিকে নিয়ে আমরাও এখানকার বাংলাদেশী কমিউনিটির মতো অহংকার করি। শাহগীর বখত ফারুক বলেন, আমাদের কমিউনিটির সফল ব্যবসা প্রতিষ্ঠান জেএমজি। কার্গো ব্যবসাকে জনপ্রিয় করতে জেএমজি যে দৃষ্টান্ত স্থাপন করেছে সেটা সত্যিই প্রশংসার। ব্যারিষ্টার আনিস রহমান ওবিই বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবসায় জেএমজি এয়ারকার্গো হলো মূল পরিপূরক ও সহায়ক  প্রতিষ্ঠান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিগ্যাল এডভাইজার হিসেবে আমি জেএমজিকে নিয়ে গর্ববোধ করি। সভাপতির বক্তব্যে জেএমজির স্বত্ত্বাধিকারী মনির আহমদ বলেন, জেএমজি ব্রিটেনে কার্গো ব্যবসাকে জনপ্রিয় করেছে বলে আপনারা আজ যে স্বীকৃতি দিচ্ছেন সেটা আমার জন্য অনেক বড় অর্জন। আর এ জন্য আপনারা সকল প্রশংসার দাবিদার। আপনাদের সহযোগিতা, দোয়া ও ভালবাসা  নিয়ে আমি এ পর্যায়ে এসেছি। ভবিষ্যতে চলার পথে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। তিনি ইফতারে আগত সবাইকে কৃতজ্ঞতা জানান।
JMG2

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button