প্রধানমন্ত্রীর বক্তব্য দেশের ইমাম-খতিবদের আহত করেছে : খেলাফত মজলিস

‘মসজিদে বসে মিথ্যা কথা বলা হচ্ছে’- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেশের ইমাম-খতিব ও মুসল্লীদের আহত করেছে। সাধারণত মসজিদে বসে বক্তব্য দেন ইমাম, খতিবরা। তাঁরা কুরআন হাদিসের আলোকে সত্যকথা মুসল্লীদের সামনে তুলে ধরেন। কিন্তু শেখ হাসিনা রংপুরের তার বক্তব্যের মাধ্যমে আলেম-ওলামাদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছেন। ইসলাম অবমাননাকারী নাস্তিক-মুরতাদের কর্মকান্ডের প্রতিবাদে ধর্মপ্রান মানুষ রাস্তায় নামলে ৫মে যে নজীরবিহীন গণহত্যা চালানো হয়েছে সরকার আলেম-ওলামা, ইমাম-খতীবদের বিরুদ্ধে মিথ্যাচার করে , অপবাদ চালিয়ে তার দায় এড়াতে পারবে না। শেখ হাসিনার এ বক্তব্য একদিকে যেমন আলেম-ওলামাদের বিরুদ্ধে অপপ্রচার অন্যদিকে সত্য বক্তব্য থেকে তাদের বিরত রাখার চাপ যা মৌলিক অধিকারের পরিপন্থী। বিবৃতিতে নেতৃদ্বয় অনতিবিলম্বে প্রধানমন্ত্রীকে তার এ অসত্য বক্তব্য প্রত্যাহারের দাবী জানান। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button