ট্রাম্পের একক সিদ্ধান্তেরই বিজয় হলো

সৌদি আরবে অস্ত্র বিক্রিতে আর বাধা নেই ট্রাম্পের

ট্রাম্পের ভেটো বদলাতে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থনের প্রয়োজন থাকলেও তা আদায়ে ব্যর্থ হয়েছে সিনেট

সৌদি আরবে ৮১০ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিরোধে ব্যর্থ হয়েছে দেশটির সিনেট। এতে ট্রাম্পের একক সিদ্ধান্তেরই বিজয় হলো। সোমবার এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পর্যাপ্ত সমর্থনের অভাবে মুখ থুবড়ে পড়ে। রিয়াদের কাছে অস্ত্র বিক্রি আটকাতে এর আগে মার্কিন কংগ্রেসের দুই কক্ষে বেশ কয়েকটি প্রস্তাব পাস হলেও ট্রাম্প পরে সেগুলোতে ভেটো ক্ষমতা প্রয়োগ করেন।

প্রেসিডেন্টের ওই ভেটো প্রতিরোধে সোমবার সিনেটে ওঠা প্রথম প্রস্তাবের পক্ষে পাঁচ রিপাবলিকান সদস্য অবস্থান নিলেও কাজ হয়নি। ১৫ সদস্যের অনুপস্থিতিতে ভোটের ব্যবধান থাকে ৪৫-৪০। পরের দুটি প্রস্তাবেও ব্যবধান প্রায় একই রকম ছিল। প্রেসিডেন্টের ভেটো বদলাতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগে। সিনেটে এ প্রস্তাবগুলো পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় সৌদি আরবে অস্ত্র বিক্রির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনকে কার্যত আর কোনো বাধার মুখে পড়তে হবে না।

সৌদি আরব ইয়েমেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করতে পারে, এমন সন্দেহে ডেমোক্রেট আইনপ্রণেতারা মধ্যপ্রাচ্যের দেশটিতে অস্ত্র বিক্রি বন্ধে গত বছর থেকেই নানান ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, অস্ত্র বিক্রি বন্ধ রাখলে তা ‘বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতায়’ যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দেয়ার পাশাপাশি মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করবে। ইরানের দিক থেকে আসা হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি ত্বরান্বিত করতে মার্কিন এ প্রেসিডেন্ট মে মাসে জরুরি অবস্থা জারি করেছিলেন।

এর আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাবে সমর্থন জানিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। সিনেটে অনুমোদন পাওয়ার প্রায় এক মাসের মাথায় প্রস্তাবগুলো কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাসও হয়েছিল। তখনই ধারণা করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন। গত মে মাসে কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদি আরবের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের অস্ত্র বিক্রির ক্ষেত্রে সাধারণত কংগ্রেসের অনুমোদনের দরকার হলেও বিশেষ অবস্থায় প্রশাসনিক আদেশ দিয়ে তা অনুমোদনের ক্ষমতা ব্যবহার করেছেন তিনি। ইরানের কাছ থেকে হুমকি বৃদ্ধিকে কারণ হিসেবে উলেস্নখ করেন ট্রাম্প। গত জুনে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করতে তিনটি প্রস্তাব অনুমোদন করে সিনেট। আর বুধবার প্রস্তাবগুলো পাস করেছে প্রতিনিধি পরিষদও। মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব। সিরিয়া ও ইয়েমেন যুদ্ধ ছাড়াও ইরাক ও লেবাননে বিভিন্ন রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে তাদের অবস্থানও বিপরীতমুখী। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button