ইউকেবিসিসিআইকে উষ্ণ অভ্যর্থনা

বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ীদের বিপুল বিনয়োগে আগ্রহ

আইসিটিতে বিনিয়োগে প্রযুক্তির চূড়ান্ত বিকাশ হবে

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ও রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের সঙ্গে দেশে নিয়োগ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশে সফররত বাংলাদেশ বংশোদ্ভুত ব্যবসায়ীদের সংগঠন ইউকেবিসিসিআই। বাণিজ্যমন্ত্রীকে প্রতিনিধি দল জানায় তারা দেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। এক্ষেত্রে সরকারের সহায়তা প্রয়োজন, জানায় প্রতিনিধি দলটি। বাণিজ্য মন্ত্রী সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তার নিশ্চয়তা দেওয়া হয়।

গত রোববার সচিবালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ইউকেবিসিসিআইয়ের বিনিয়োগ ভাবনার ভূয়সী প্রশংসা করেন। মন্ত্রী ও ইপিবি ভাইস চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী বিজয় ভট্টাচার্য্যওে সঙ্গে ইউকেবিসিসিআইয়ের আলোচনায় নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিআই। আলোচনাসভা পরিচালনা করেন বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম।

ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইসিটি, পোশাক শিল্প, অবকাঠামো, প্রকৌশল, নির্মাণ, ব্যাংকিং, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে বিপুল বিনিয়োগে আগ্রহী ইউকেবিসিসিআই। সংগঠনের প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই বৈঠকে জানান, বেসরকারি বিভিন্ন সেক্টর থেকে তারা সাড়া পাচ্ছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয় কতৃপক্ষ (বিডা) কিংবা ব্যবসায়ীদেও সংগঠন এফবিসিসিআই তাদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে।

সফররত ২৩ সদস্যেও প্রতিনিধি দলটি আলোচনায় জানায়, তারা মনে করে ব্রেক্সিট এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রত্যাহারের অস্থির প্রেক্ষিতে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সন্দেহাতীতভাবেই আকর্ষণীয়। বিনিয়োগ সম্ভাবনা আবিষ্কার ও তা কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে ইউকেবিসিআই এর ২৩ সদস্যের ব্রিটিশ-বাংলাদেশি হাই-প্রোফাইল উদ্যোক্তা প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেেছ।

দলটি ১৮ তারিখ ঢাকায় অবস্থান করে ১৯ তারিখ চট্টগ্রাম ও ২০ তারিখ সিলেট সফর করবে। ২০১৪ সালে তৈরী হওয়া সংগঠনটি তাদেও সাফল্যের ৫ বছর পালন করছে।

আইসিটিতে বিনিয়োগে প্রযুক্তির চূড়ান্ত বিকাশ হবে
বাংলাদেশের আইসিটি খাতে বিপুল বেসরকারি বিনিয়োগ করবে বাংলাদেশ বংশোদ্ভুত ব্রিটিশ ব্যবসায়ীরা। এতে দেশের প্রযুক্তি খাতের চ’ড়ান্ত বিকাশ ঘটবে বলে মনে করেন বাংলাই হাইটেক কতৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনেআরা বেগম। তিনি ব্রিটেনে থাকাকালীন ব্রিটিশ ব্যবসায়ীদেও দেশের প্রযুক্তিখাতে বিনিয়োগের আহ্বাণ জানিয়েছেন বলে উল্লেখ করেন। তাতে সাড়া দেওয়ায় বিনিয়োগে সব ধরণের সহায়তা দেবে সরকার বলে নিশ্চিত করেন বিএইচটিএ ব্যবস্থাপনা পরিচালক। গত রোববার হাইটেক কর্তৃপক্ষের ঢাকাস্থ প্রধার্নালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

সফররত ২৩ সদস্যেও প্রতিনিধি দলটি আলোচনায় জানায়, তারা মনে করে ব্রেক্সিট এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রত্যাহারের অস্থির প্রেক্ষিতে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সন্দেহাতীতভাবেই আকর্ষণীয়। বিনিয়োগ সম্ভাবনা আবিষ্কার ও তা কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে ইউকেবিসিআই এর ২৩ সদস্যের ব্রিটিশ-বাংলাদেশি হাই-প্রোফাইল উদ্যোক্তা প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেেছ।

দলটি ১৮ তারিখ ঢাকায় অবস্থান করে ১৯ তারিখ চট্টগ্রাম ও ২০ তারিখ সিলেট সফর করবে। ২০১৪ সালে তৈরী হওয়া সংগঠনটি তাদেও সাফল্যের ৫ বছর পালন করছে।

ইউকেবিসিসিআইকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশ সফররত বাংলাদেশ বংশোদ্ভুত ব্রিটিশ ব্যবসায়ী সংগঠন ইউকেবিসিসিআই-এর ২৩ সদস্যেও প্রতিনিধি দলকে উষ্ণ সম্বর্ধণা জানিয়েছেন মিউচুয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক এম এ রউফ জেপি। প্রতনিধি দলটিকে আন্তরিক অভ্যর্থনা ও অভিনন্দন জানান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী আনিস এ খান।

শনিবার রাতে রাজধানীর ওয়েস্টিনে এই সম্বর্ধণা ও নৈশভোজে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। প্রতিনিধি দলকে সব ধরণের সহায়তা সরকার দেবে জানিয়ে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল চেম্বার এন্ড কমার্সেও প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। ইউকেবিসিসিআইয়ের পক্ষে অনুষ্ঠানে কথা বলেন সংগঠনটির প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ ও সংগঠনটির অন্যতম পরিচালক শওকত আজিজ রাসেল।।

সম্বর্ধনায় আরো উপস্থিত ছিলেন ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট প্রেসিডেন্ট বাংলাদেশ ডেরেক গ্রিফিথ। প্রতীক হাসান এবং রুমার মনমাতানো গানে শেষ হয় এই আয়োজন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button