টিআইয়ের রিপোর্ট প্রত্যাখ্যান দুদকের

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচক রিপোর্ট প্রত্যাখ্যান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এতে বাংলাদেশে দুর্নীতি পরিস্থিতির অবনতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় দুদক কমিশনার সাহাবুদ্দিন সংবাদিকদের বলেন, টিআইবির পরিসংখ্যান প্রকৃত চিত্রের চেয়ে ভিন্নতর। দুদক তাদের প্রতিবেদনের সঙ্গে একমত নয়।
তিনি বলেন, বাস্তবতার নিরিখে প্রকাশিত প্রতিবেদনটি গ্রহণযোগ্য নয়। যদিও তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি আমরা এখনও হাতে পাইনি। দুদক ক্ষমতাসীনদের ছেড়ে দিচ্ছে বলে টিআইবি যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন দাবি করে দুদক কমিশনার বলেন, ‘আগের যে কোন সময়ের চেয়ে দুদক অনেক সক্রিয়। এ কারণে দুর্নীতির পরিমান কমে এসছে। টিআই’র প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের ১৭৪টি দেশের মধ্যে দুর্নীতির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৪তম। গত বছর এ অবস্থান ছিল ১৬তম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button