হবিগঞ্জে পুলিশ-স্বেচ্ছাসেবক দল সংঘর্ষে আহত ২০

বুধবার দুপুরে পুলিশের হামলার ঘটনাকে কেন্দ্র করে শহরে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়েছে। এ সময় ৩ পুলিশ কনস্টেবল, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (৩০), এস এম রমজান (২৪), ইকবাল মিয়া (২৬), জেলা ছাত্রদল নেতা আরিফে রাব্বানী টিটু (৩০), শুভ (২২) ও রাসেল মোল্লা (২৫)-সহ ২০ বিএনপি কর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আল-আমিন নামে স্বেচ্ছাসেবক দল কর্মীকে আটক করেছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, মিছিলকারীরা মিছিলের নামে শহরে নাশকতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় বাধা দিলে মিছিলকারীরা পুলিশের উপর হামলা চালায়। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিসহ ৫টি স্থানে, বাহুবল উপজেলার মিরপুর, মাধবপুর উপজেলার ডাকবাংলো ও নোয়াপাড়াসহ ৮টি স্থানে বিএনপির নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালন করছে। তবে শায়েস্তাগঞ্জ মেজর জেনারেল এম এ রব গোল চত্বরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে জেলা বিএনপির সহসভাপতি ও সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার নেতৃত্বে অবরোধকালে একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। শায়েস্তাগঞ্জ জংশনে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন অবরোধকারীরা ১০ মিনিট আটকে দেয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button