মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবে ওআইসি

রোহিঙ্গাদের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা ও ন্যায়বিচারের প্রশ্নে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) যাওয়া সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেছে ওআইসি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৬তম কাউন্সিলের শেষ দিনে এই প্রস্তাব গৃহীত হয় বলে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী যেসব অপরাধ সংঘটিত হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে সে বিষয়ে জবাবদিহিতার জন্য দীর্ঘ আলোচনার ফলস্বরূপ প্রস্তাবটি ওআইসিতে গৃহীত হয়েছে। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৬তম কাউন্সিলে উচ্চ-ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button