প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় চেয়েছে ইউক্রেনের প্রায় ৯ লাখ নাগরিক

ইউক্রেনের প্রায় নয় লাখ নাগরিক প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় প্রার্থনা করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও বলেছে- যুদ্ধ পরিস্থিতি থেকে বাঁচতে এসব ব্যক্তি দেশ ছাড়তে চাচ্ছেন। এর মধ্যে ছয় লাখ ৫৯ হাজার ১৪৩ জন রাশিয়ায় এবং ৮১ হাজার ব্যক্তি বেলারুশিয়ায় আশ্রয় চেয়ে আবেদন করেছে।
জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয় দপ্তর ওসিএইচএ’র সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, সময় যতই গড়াচ্ছে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয়প্রার্থীর সংখ্যা ততই বাড়ছে।
প্রায় এক বছর ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতা চলছে। এ পর্যন্ত সহিংসতায় ছয় হাজারের বেশি মানুষ নিহত ও ১৪ হাজারের বেশি আহত হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতির কারণেই দেশটির নাগরিকদের মধ্যে বিদেশে আশ্রয় নেয়ার প্রবণতা বেড়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button