পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২১০

Pakistanপাকিস্তানের দক্ষিণাঞ্চলের বেলুচিস্তানে প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০। সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার পাকিস্তানের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আঘাত হানে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষের মুখপাত্র মির্জা কামরান জিয়া বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। পাকিস্তানে এক মিনিট স্থায়ী ওই ভূমিকম্পের তীব্রতায় ভারতের রাজধানী নয়াদিল্লিও কেঁপে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পে সবচেয়ে বেশি হতাহত হয়েছে আয়ারান শহরের লেবাচে। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানায়, অনেকে ধসে যাওয়া ভবনগুলোতে আটকা পড়ে রয়েছে। বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার আবদুল কাদ্দেস জানান, আওয়ারান জেলায় সবচেয়ে বেশি ঘরবাড়ি ধসে পড়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button