আট বছর পর ফের আরব লিগে সিরিয়া!

আট বছর পর সিরিয়াকে আবারো আরব লিগে স্বাগত জানাতে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের আরব রাষ্ট্রগুলো। আগামী বছরের যেকোনো সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরব বিশ্বের নেতাদের মধ্যে আরেকবার অভ্যর্থনা জানানো হতে পারে। এ সময় একই সাথে কাঁধে কাঁধ মেলাবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও মিসরের স্বৈরশাসক জেনারেল আবদুল ফাত্তাহ আল-সিসি। আর এর মধ্য দিয়ে আরব বসন্তের তাৎপর্য অনেকাংশে ম্লান হবে, যা মধ্যপ্রাচ্যের তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় আন্দোলন। এর আগে ২০১১ সালে ভিন্নমতাবলম্বী বিরোধীদের বিরুদ্ধে সহিংসতার কারণে সিরিয়াকে আরব লিগ থেকে বহিষ্কার করা হয়।
ইতোমধ্যে আবর অঞ্চলের দেশগুলোর সাথে সিরিয়ার সম্পর্কের টানাপড়েন কমতে শুরু করেছে। এর অন্যতম উদাহরণ হলো- এ সপ্তাহে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সিরিয়া সফর। গত আট বছরের মধ্যে প্রথম আরব লিগ নেতা হিসেবে তিনি সিরিয়া সফর করলেন। তার এ সফরকে সৌদি আরবের পক্ষ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আরব লিগের ২২ নেতা সর্বসম্মতিক্রমে আরব দেশগুলোর মিত্র হিসেবে সিরিয়াকে এই জোটে পুনরায় স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button