যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রথম দু’মুসলিম নারী নির্বাচিত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন রাশিদা তালিব ও ইলহান ওমর। রাশিদা ফিলিস্তিনি ও ইলহান শোমালি বংশোদ্ভূত।

মিশিগানের কংগ্রেসের ১৩তম আসন থেকে কোনো বৃহৎ দলের একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন রাশিদা। আর ইলহান জিতেছেন মিনেসোটার ডেমোক্র্যাটপ্রধান কংগ্রেসের পঞ্চম আসন থেকে।

তিনি প্রথম মুসলিম কংগ্রেসম্যান কেইথ এলিসনের স্থলাভিষিক্ত হয়েছেন।

ফিলিস্তিনি অভিবাসী বাবা-মায়ের ঘরে ডেট্রয়েটে জন্ম নিয়েছেন ৪২ বছর বয়সী রাশিদা তালিব। ২০০৮ সালে তিনি মিশিগান লেজিসলেইচার হিসেবে নির্বাচিত হন।

রাশিদা নির্বাচনী ইশতেহারে সর্বনিম্ন ১৫ ডলার মজুরি নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছেন। চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা সুরক্ষার কথাও বলেছেন তিনি। এমনকি তিনি বড় কোম্পানিগুলোকে কর ছাড় দেয়া বন্ধেরও প্রতিশ্রুতি দেন।

সোমালিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে মাত্র ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসেন ইলহান ওমর। তিনি নির্বাচনী প্রচারে সার্বজনীন স্বাস্থ্যসেবা ও কলেজে টিউশন ফ্রি করে দেয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় ফার্মার লেবার পার্টির ককেসাসে যোগ দেয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button