নিউ ইয়র্কজুড়ে পোস্টার ক্যাম্পেইন

‘গণহত্যার দায়ে ধরিয়ে দিন মিয়ানমার সেনাপ্রধানকে’

মিয়ানমার সেনাবাহিনী প্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইংকে ‘গণহত্যার দায়ে ধরিয়ে দিতে’ নিউ ইয়র্কজুড়ে পোস্টার ক্যাম্পেইন শুরু করেছে এমনেস্টি ইন্টারন্যাশনাল। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্ব নেতৃবৃন্দের মনোযোগ আকর্ষণের জন্য নিউ ইয়র্কের ৩০টি স্থানের সাইডওয়াকে এসব পোস্টার লাগানো হয়েছে।

এমনেস্টির মহাসচিব কুমি নাইদু বলেন, ‘সিনিয়র জেনারেল মিন অং লাইং মিয়ানমারে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের জন্য দায়ি। মিয়ানমার সেনাবাহিনী যে ব্যাপক হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়ার মতো অপকর্ম করেছে তার চেইন অব কমান্ডের শীর্ষে রয়েছেন তিনি। এমনেস্টি গত জুনে যে ১৩ জন মিয়ানমার অফিসারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে তার শীর্ষে রয়েছেন লাইং। এই বাহিনী গত বছর আগস্ট থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে নৃশংসতা চালিয়ে আসছে।

এমনেস্টির প্রতিবেদনে অভিযোগ করা হয় যে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান শুরুর আগে উত্তর রাখাইনে কমব্যাট ইউনিট মোতায়েনের যে সিদ্ধান্ত হয় তাতে মিন অং লাইং জড়িত ছিলেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে তিনি ওই এলাকা পরিদর্শনে গিয়ে ‘আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় চমৎকার কাজ করার জন্য’ সেনাবাহিনীর প্রশংসা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button