ইসলামভীতি বর্ণবাদের মতোই বিপজ্জনক : এরদোগান

Erduganতুর্কি প্রধানমন্ত্রী রজব তৈয়েব এরদোগান বলেছেন, বর্ণবাদের মতোই ইসলামভীতি বিপজ্জনক এবং তা মানবতার বিরুদ্ধে অপরাধ। সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামভীতিবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে পাঠানো বার্তায় তিনি এ কথা বলেন। ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইসলামোফোবিয়া : ল অ্যান্ড মিডিয়া’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে তুরস্কের উপমন্ত্রী বুলেন্ট এরিনক ও ওআইসি মহাসচিব একমালুদ্দিন এহসানোগলুসহ সারা বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক আইন ও মিডিয়া বিশেষজ্ঞ যোগ দেন এবং এই নেতিবাচক প্রবণতা রোধে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। এরদোগান বলেন, পশ্চিমা বিশ্বে ঘৃণা, বিভেদ ও শত্রুতা ছড়ানোর জন্য ইসলামি ভাবধারাকে নেতিবাচক উপায়ে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, অবশ্যই জেনে রাখা উচিত, বর্ণবাদ, বৈষম্য ইত্যাদির মতোই ইসলামভীতিও অত্যন্ত বিপজ্জনক। তিনি জোর দিয়ে বলেন, একেশ্বরবাদী কোনো ধর্মই সন্ত্রাসকে গ্রহণ, সমর্থন বা অনুমোদন করে না। সম্মেলনে অন্যতম প্রধান আলোচক যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী জন এল এসপোসিতো বলেন, নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার ১২ বছর কেটে গেলেও বিশ্বব্যাপী মুসলমানদের কলঙ্কিত ও হেয় করতে ইসলামভীতি সৃষ্টির উপায়-উপকরণগুলো এখনো সচল রয়েছে। তা ছাড়া পশ্চিমারা তাদের যেকোনো বিরোধী পকে প্রান্তিক অবস্থায় নিয়ে যেতে সন্ত্রাসবাদের লেভেল ব্যবহার করছে। জজটাউন বিশ্ববিদ্যালয়ের ধর্ম, আন্তর্জাতিক সম্পর্ক ও ইসলামিক স্টাডিজ বিষয়ে অধ্যাপক জন এল এসপোসিতো তার ভাষণে আরো বলেন, আপনারা যা দেখছেন এগুলো যুক্তিহীন ভয়। আজকে মূল ধারার সমাজে প্রতিদিনকার আলোচনায় ইসলামের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button