তাপদাহে মশাবাহিত রোগঝুঁকিতে ইউরোপ

চলমান তাপদাহে মশাবাহিত বিভিন্ন প্রাণঘাতী রোগঝুঁকিতে রয়েছে ইউরোপ। এমন শঙ্কার কথাই উচ্চারণ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইউরোপজুড়ে সা¤প্রতিক তাপদাহ রোগঝুঁকি বাড়াবে, বিশেষ করে মশার বংশবিস্তারের ফলে দ্রুত রোগব্যাধি ছড়িয়ে পড়বে। তারা আশঙ্কা করছেন, তাপদাহের কারণে জিকা, এনসেফালাইটিস, ডেঙ্গুজ্বর এবং চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগের প্রাদুর্ভাব বাড়বে। যা ভ্রমণপিপাসুদের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। ‘ওয়েস্ট নাইল ভাইরাস’-এ সম্প্রতি ২২ জনের প্রাণহানির ঘটনায় বিষয়টি সবার নজরে আসে। এছাড়া ভাইরাসে ইটালি, গ্রিস, হাঙ্গেরি, সার্বিয়া এবং রোমানিয়ায় এরই মধ্যে আরো ৪ শ’ মানুষের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
ইউরোপিয়ান সেন্টারের রোগ প্রশমন ও নিয়ন্ত্রণ বিভাগের মুখপাত্র জেন সিমেনজা বলেন, মৌসুমের আগে কখনো এতো সংখ্যক মানুষের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি। বিষয়টি খুবই ‘রহস্যজনক’, একইসঙ্গে উদ্বেগেরও।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button