অ্যাপলের সার্ভার হ্যাক করলো কিশোর

বলা হয়, মোবাইল প্রযুক্তিতে অ্যাপলের নিরাপত্তা বেষ্টনী মারাত্মক কঠিন। তারা গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এবার ১৬ বছর বয়সী এক কিশোর অ্যাপলের মেইনফ্রেইম সার্ভার হ্যাক করেছে।

এনডিটিভির খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার মেলবোর্নের শহরতলিতে বসবাস করা ওই কিশোর নিজ বাড়ি থেকেই এই হ্যাকিংয়ের কাজটি করে। এই কিশোর হ্যাক করে অ্যাপলের প্রধান কম্পিউটারের নেটওয়ার্কে প্রবেশ করে। তারপর ৯০ গিগাবাইট পরিমাণ অ্যাপলের অভ্যন্তরীণ এবং গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়।

হ্যাকিংয়ের এই ঘটনা মার্কিন গোয়েন্দা এফবিআইকে জানায় অ্যাপল। এফবিআই তখন ব্যাপারটি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের নজরে আনে। পরে অস্ট্রেলিয়ার পুলিশ কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, একটি মোবাইল এবং একটি হার্ডড্রাইভ উদ্ধার করে।

অ্যাপলের একজন মুখপাত্র জানায়, আমরা নিশ্চিত করতে চাই এই ঘটনার সময় কোনো গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button