তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে আদেশ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরকে নির্দেশ দিয়েছে আদালত। গত ১৭ নভেম্বর ঢাকা জেলা স্পেশাল জজ আদালত-৩’র বিচারক মো. মোতাহার হোসেন পররাষ্ট্র সচিব, বনানী, ক্যন্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিসি প্রসিকিউশনকে এই মর্মে আদেশ দিয়ে পত্র জারি করেছেন।
আদালতের আদেশে বলা হয়, ২০০২ সালের মানিলন্ডারিং আইনে দায়ের হওয়া মামলায় তারেক রহমান নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনি খালাসপ্রাপ্ত হয়েছেন। এমতাবস্থায় তার বিরুদ্ধে ইতিপূর্বে জারিকৃত সকল পরোয়ানা বিনা তামিলে ফেরত দানের নির্দেশ দেয়া গেল।
এই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের উদ্যোগ নিতে সোমবার ঢাকা মহানগর জজ আদালত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদেশ গেছে বলে ওই আদালতের পেশকার সাংবাদিকদের জানিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button