কারী ইন্ডাষ্ট্রীর সমস্যা নিয়ে লেবার নেতৃবৃন্দের সাথে সেলিবরিটি শেফ অলি খানের বৈঠক

Curryকারী ইন্ডাষ্ট্রিতে ষ্টাফ সংকট, ভ্যাট কমিয়ে আনা ও ইন্ডিয়ান রেষ্টুরেন্ট সমূহে রেইড বন্ধ করতে পার্লামেন্টে আলোচনা করবেন লেবার নেতৃবৃন্দ আসসাস দেন। গত ৭ই সেপ্টেম্বর দুপুরে ষ্টিভেনেজের সুরমা ইন্ডিয়ান টেকওয়েতে বিশিষ্ট সেলিবরিটি শেফ ও বাংলাদেশ ক্যাটারারর্স এসোসিয়েশন  ইষ্ট অব ইংল্যান্ড শাখার প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অলি খানের নেতৃত্বে  ব্রিটিশ বাংলাদেশী ব্যাবসায়ীদের সাথে বৈঠককালে লেবার নেতৃবৃন্দ একথা বলেন। এখানে উল্লেখ্য যে লেবার নেতৃবৃন্দ ষ্টিভেনেজে লেবার পার্টি এক ফান্ডরাইজিন বারবাকিউ  অনুষ্টানে আসলে সেকান তেকে অলি খান এর সুরমা ইন্ডিয়ান ও বাংলাদেশি তাকেয়াওায় এসে ফনের মাইদন্মে অরডার নেন এবং ভিভিন্ন বিসয় এ আলাফ করেন তখন অলি খান  লেবার নেতৃবৃন্দের কাছে কারী ইন্ডাষ্ট্রীর সমস্যার কথা তুলে ধরেন।  মার্লি এন্ড আউটউড থেকে নির্বাচিত লেবার দলীয় শেডো চ্যান্সেলর এড বলস এমপির  সাথে আরো উপস্থিত ছিলেন শোডো হোম সেক্রেটারী  ইওবেট কোপার এমপি,  রিচার্ড হেওিত্সঠ এম,ইপি, ষ্টিভেনেজ বারা কাউন্সিলের লিডার শ্যারন টেইলর, এমইপি প্রার্থী এলেক্স মেয়ার,  রিচার্ড হ্যানরী চেয়ারম্যান ষ্টিভেনেজে লেবার পার্টি ও জার্মান সালাবেত। এসময় আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ বিজনেন্স ফোরামের পক্ষে এস আই খান চেয়ারম্যান, মঈনুদ্দিন, ফয়ছল আহমেদ, মালিক উদ্দিন, এম আর  চৌধুরী , ছুরুক মিয়া, কয়ছর উদ্দিন মাহমুদ, শামসুল আলম মাখন, আব্দুর রশিদ বাবুল, কমলা সুচানিয়া ও  গুরনাম প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button