বিশ্বে ১০ জনে একজন তরুণী যৌন নির্যাতনের শিকার

Rapeবিশ্বের ১২ কোটি তরুণী অর্থাৎ, গড়ে ১০ জনে ১ জনের কিছু বেশি ২০ বছর বয়সেই হয় ধর্ষিত নয়তো যৌন হামলার শিকার হচ্ছেন। জাতিসংঘের এক পরিসংখ্যানে ভয়াবহ এ তথ্য বেরিয়ে এসেছে। বিশ্বব্যাপী শিশুদের কল্যাণে নিয়োজিত জাতিসংঘের সংস্থা ইউনিসেফ বলছে, শুধু ২০১২ সালেই ৯৫ হাজার শিশু ও টিএনএজার হত্যাকা-ের শিকার হয়েছে। এর অধিকাংশই ঘটেছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে। বিশ্বে ২-১৪ বছর বয়সী ১০টির মধ্যে ৬টি শিশুকেই প্রায়ই মারধর করা হয়। তাদের গালিগালাজও করা হয়। ১৯০টি দেশ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ডকুমেন্টটি তৈরি করেছে ইউনিসেফ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওই রিপোর্টে উল্লেখ করা হয়, সারা বিশ্বে শিশুরা নিয়মিত সহিংসতার শিকার হচ্ছে। বয়স, জলবায়ু, ধর্মমত, সম্প্রদায় ও আয়ের গ-ি অতিক্রম করে নির্বিশেষেই শিশুদের ওপর চলছে এ সহিংসতা। ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যানথনি লেইক এ তথ্য দেন। তিনি বলেন, এটা ঘটছে বাড়িতে, স্কুলে এবং সম্প্রদায়ের ভেতরে যেখানে শিশুদের নিরাপদ থাকার কথা। এর আগে কখনও এতোগুলো দেশের পরিসংখ্যান একত্রিত করে ডকুমেন্ট তৈরি করা হয়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button