আরো ২ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

Hajiসৌদি আরবে আরো ২ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। তারা হলেন- ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাটের আব্দুস সালাম (৭৮) ও পিরোজপুরের মাসেমপুর ধোপাবাড়ীর শাহজাহান শিকদার (৭১)।
তারা দুইজন ৬ সেপ্টেম্বর শনিবার মক্কায় মারা যান। দু’জনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবছর হজ ফাইট শুরুর পর থেকে এ পর্যন্ত তিনজন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে মারা গেলেন।
শাহজাহান শিকদার শুভ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। তার পাসপোর্ট নম্বর বিবি০৩৯৩০৪৭। আর  আব্দুস সালাম গিয়েছিলেন সঞ্জরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে। তার পাসপোর্ট নম্বর বিবি০৩০৭০২২ ।
এর আগে ১ সেপ্টেম্বর মোছাম্মাৎ মাসুদা খাতুন (৮২) নামে এক বাংলাদেশী হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মক্কায় মারা যান। তিনি এহসান এয়ার ট্রাভেলসের অধীনে হজ করতে সৌদি আরব যান। তার পাসপোর্ট নাম্বার বিএ০৭৫৪৯৮১। পিলগ্রীম আইডি০৭৫২২৪৮। মাসুদা খাতুনের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জে।
নিয়ম অনুযায়ী  হজ করতে গিয়ে কেউ মারা গেলে তার লাশ ফেরত পাঠানো হয় না। মক্কায় মারা গেলে মক্কায় এবং মদীনায় মারা গেলে মদীনায় দাফন করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button