৪ বছরের শিশুর চেয়েও নির্বোধ অত্যাধুনিক কম্পিউটার

Comবিশ্বের সবচেয়ে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার ৪ বছর বয়সী একটি চটপটে মানবশিশুর কাছেও হার মানবে। শিকাগোর ইলিনয়িস ইউনিভার্সিটির গবেষকরা নতুন এ তথ্য দিয়েছেন। তারা সবচেয়ে আধুনিক কম্পিউটারের আইকিউ বা মেধা যাচাইয়ের পর এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ৪ বছর বয়সী একটি শিশুর আইকিউয়ের সঙ্গে অত্যাধুনিক কম্পিউটারের তুলনামূলক মেধা যাচাইয়ের পর দেখা যায়, ৪ বছরের শিশুটিই বেশি চটপটে। মেধার বিচারে তার চেয়ে নির্বোধ প্রমাণিত হলো কম্পিউটার। এমআইটি’র তৈরি করা কনসেপ্ট নেট ৪ নামের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিটারকে এ তুলনামূলক মেধা পর্যালোচনার জন্য নির্বাচন করা হয়। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। অবশ্য, সাধারণ একটি ৪ বছরের শিশু যতটা চটপটে, তার সঙ্গে খুব বেশি পার্থক্য নেই এ কম্পিউটারের।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button