পশ্চিমারা আমাকে নয়, মালালাকে পছন্দ করে : তসলিমা

Toslimaপশ্চিমী দুনিয়ার দ্বিচারিতায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের বিতর্কিতা লেখা তসলিমা নাসরিনের ফের বিস্ফোরক মন্তব্য করেছেন। মুসলিম সমাজের প্রতি পশ্চিমী দুনিয়ার দ্বিমুখী নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। অভিযোগের আঙুল উঁচিয়ে তিনি বলেন, মালালার মতো নরমপন্থীদের পছন্দ করে পশ্চিমী দুনিয়া। আমার মতো নাস্তিক কিংবা উদারপন্থীদের নয়৷
বৃহস্পতিবার ট্যুইট করে তসলিমা নাসরিন বলেন, ‘‘ইসলামের সমালোচনা করলেই আপনাকে সমস্যায় পড়তে হবে৷ কট্টরপন্থী মুসলিম সন্ত্রাসীরা আপনাকে এসে খুন করবে৷ রক্ষণশীল সরকার জেলে পুরবে৷ আর তখন আপনার থেকে নিজেদের সরিয়ে নেবে স্বাধীনচেতা পশ্চিমী দুনিয়া৷’’
তার দাবি, ‘পশ্চিমী দুনিয়া নরমপন্থী মুসলিমদের পছন্দ করে৷ নাস্তিকদের নয়৷ ইসলামের সমালোচনা করলে প্রতিটি পদক্ষেপে সমস্যায় পড়তে হবে৷ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেখানেই যাও না কেনও, সর্বত্রই উপেক্ষিত ও লাঞ্ছিত হতে হবে৷’
নিজের ক্ষোভ উগরে দিয়ে তসলিমা বলেন, পাশ্চাত্যের মানুষ নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে মাথায় বসিয়ে রেখেছে৷ অথচ, রক্ষণশীলতার বিরুদ্ধে কলম ধরে দেশছাড়া হতে হয়েছে তাকেও৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button