ইইউকে নব্যহিটলার বললেন বরিস

Borisইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আচরণকে জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন।
টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নাজি বাহিনীর প্রধান অ্যালডফ হিটলার যেভাবে জার্মানকে প্রচণ্ড ক্ষমতাধর দেশে পরিণত করতে চেয়েছিলেন, ইইউর আচরণ অনেকটা সে রকমই।
নেপোলিয়ন থেকে শুরু করে হিটলারের মতো শাসক পর্যন্ত গত দুই হাজার বছর ধরে ইউরোপের এ ক্ষমতা আকড়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে।
ইইউতে যুক্তরাজ্যের থাকা- না থাকা নিয়ে গণভোটের মাত্র দেড় মাস আগে সাবেক মেয়রের এ মন্তব্য নির্বাচনে প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা।
আগামী ২৩ জুন এ গণভোট অনষ্ঠিত হবে। বরিস ইইউতে থাকার ঘোর বিরোধী এবং এ ব্যপারে জনমত তৈরি করতে তিনি বেশ জোরেসোরেই কাজ করে যাচ্ছেন।
শনিবার টেলিগ্রাফ পত্রিকার পাঠক জরিপেও এই ইস্যুতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের চেয়ে এগিয়ে রয়েছেন বরিস জনসন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button