বাংলাদেশের আকাশসীমায় চালু হচ্ছে ইন্টারনেট

BTRCঅচিরেই বাংলাদেশের আকাশসীমায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বিমানযাত্রীরা। বিমানে বসেই ১০ হাজার ফুট উচ্চতায় ইন্টারনেট ব্যবহার ও ইন্টারনেট টেলিফোনে কথা বলতে পারবেন যাত্রীরা। আর প্রথমবারের মতো বাংলাদেশের আকাশসীমায় বিমানের ভেতর ইন্টারনেট ও ইন্টারনেট টেলিফোন সেবা চালু করতে সুইজারল্যান্ডের কোম্পানি অন এয়ারকে অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ১৫৭তম সভায় এ অনুমতি দেওয়া হয়েছে। সেবাটি চালু করতে ইতিমধ্যেই নিরাপত্তাজনিত কোনো বাধা আছে কি না সে সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই ও এনএসআইয়ের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। ছাড়পত্র পেলেই অন এয়ার বাংলাদেশের আকাশসীমায় এই সেবা কার্যক্রম শুরু করতে পারবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, বিমান উড্ডয়নের পর তিন হাজার মিটার উচ্চতায় এক হাজার ৮০০ মেগাহার্টজ মিটার ব্যান্ডে স্যাটেলাইট লিংক, আর্থ স্টেশন ব্যবহার করে এই সেবা দেবে অন এয়ার। পাশাপাশি স্থানীয় মোবাইল ফোন অপারেটরের বিলিংয়ের মাধ্যমে (রোমিং সেবার মতো) গ্রাহক পর্যায়ে ব্যবহারমূল্যও সমন্বয় করবে।
এদিকে বিটিআরসি সূত্র জানিয়েছে, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসের সভাপতিত্বে চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ওই সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে বেতারতরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে নিরাপত্তা সংস্থার ছাড়পত্র প্রদানে বিলম্বের জন্য ক্ষোভ প্রকাশ করা হয়।
একই সাঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র না পাওয়া গেলে নিরাপত্তার সংস্থার আপত্তি নেই ধরে নিয়ে তরঙ্গ ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button